অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

0
.

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার রঙ্গীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে রাত রোহিঙ্গা ক্যাম্পে মাদক অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

এতে দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হয়।

এদিকে বন্দুকযুদ্ধে নিহত ওই রোহিঙ্গা ডাকাতের নাম আনোয়ারুল ওরফে সাদেক (৩৫)। এসময় ঘটনাস্থল থেকে ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা, ১টি ওয়ান শ্যুটারগান, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। এ অভিযানে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. শেখ সাদী জানান, সোমবার সন্ধ্যায় র‌্যাবের একটি টিম অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে রোহিঙ্গা ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় সৈনিক ইমরান হোসেন ও কর্পোরাল শাহাব উদ্দীন আহত হয়। তাদের উন্নত চিকিৎসা দিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে র‌্যাব সদস্যরা পুনরায় একই এলাকায় অভিযান চালালে রোহিঙ্গা ডাকাতরা ফের গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে আনোয়ার নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়।