অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এ সরকারের সময়ে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে

0
.

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি ও বিজিএমইএ নেতা এ.এম. মাহবুব চৌধুরী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুচারুরূপে পালন করতে পারছে। তাছাড়া সরকার প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, ধর্মীয় অনুষ্ঠান করার জন্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

তিনি গত ২৪ ডিসেম্বর হতে ৩ দিন ব্যাপী চন্দনাইশ পৌরসভার সার্বজনীন জ্বালাকুমারী মাতৃমন্দিরের ৯৪তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযঞ্জ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জ্বালাকুমারী মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি অমিতাভ চৌধুরী টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শিল্প একাডেমী সদস্য জাহেদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন- পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি উৎপল রক্ষিত, সাবেক সাধারণ সম্পাদক বলরাম চক্রবর্তী, চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডা: কাজল কান্তি বৈদ্য।

পূজা পরিষদ নেতা কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠক স্বপন দাশ, কমল দাশ, রাজিব হোড়, গৌতম দাশ। পরে মন্দিরের ভূমিদাতা স্বর্গীয় অজিত কুমার চৌধুরীর স্মরণে ৩’শ পরিবারে কম্বল বিতরণ করা হয়।