অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নানা আয়োজনে বন্দর নগরীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

0
.

বিভিন্ন শ্রেনী পেশার মানুষের নানা আয়োজনের মধ্যে দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

৪৮তম বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর কাজীর দেউড়ী এলাকা থেকে বের করা হয় এক বিজয় র‌্যালী। র‌্যালীর নেতৃত্ব দেন শিক্ষা উপমন্ত্রী ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সুসজ্জিত বাদক দল, শিল্প পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মেরিন একাডেমি, পদ্মা অয়েল কোম্পানি, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম বন্দর কলেজ, হাজেরা তজু স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম, স্বাধীনতা মেরিনার্স পরিষদ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, বিএনসিসি, বিপিসি, ইস্টার্ন রিফাইনারি, বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা র‌্যালীতে অংশ নেয়।

.

চট্টগ্রাম জেলা প্রশাসনঃ

মহান বিজয় দিবস উপলক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় ধ্বনি, দেশের গান, জাতীয় সংগীত পরিবেশন, সশস্ত্র সালাম, পায়রা ওড়ানো, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের থিমে মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন হাজারো মানুষ। এ উপলক্ষে লাল সবুজে সাজানো হয় পুরো স্টেডিয়াম।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশ সুপার নুরেআলম মিনা। সভাপতিত্ব করেন ।

.

সিএমপি কমিশনারঃ

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান সকাল ৬.২৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনঃ

প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে । এতে বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, কাউন্সিলর মো. সেলিম উল্লাহ, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, আবিদা আজাদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া প্রমুখ।

কুচকাওয়াজ ও ডিসপ্লের বিচারক ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন।

.

চট্টগ্রাম প্রেসক্লাবঃ

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে  সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যরা। এরপর চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্বে করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ,  প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদুল আলম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রউফ, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তাহের মুহাম্মদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা প্রমুখ।

উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা রুনা, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, ক্লাবের স্থায়ী সদস্য দেব প্রসাদ দাশ, সুভাষ কারণ, আবুল হাসনাত, কুতুব উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন ইউসুফ, সাংবাদিক ইউনিয়নের সদস্য অনুপম পার্থ, বিশু রায় চৌধুরী, প্রীতম দাশ প্রমুখ।