অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডের কদমরসুলে অবৈধ তেলের ডিপুতে অগ্নিকান্ড

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডে একটি কালো তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের সালেহ কাপেট এলাকায় সালাম চৌধুরীর ডিপোতে এ আগুনের ঘটনা ঘটে।

তবে ফায়ার সার্ভিস দ্রুত গতিতে ঘটনাস্থলে যাওয়ায় প্রাণে রক্ষা পায় পাঁচ শত পরিবার ও তাদের মূল্যাবান সম্পদ।

জানা যায়, উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন সালেহ্ কাপের্ট এর পশ্চিমে ঘন বসতি এলাকায় স্থানীয় সালাম চৌধুরী প্রায় বিশ ফুট উচ্চতার টিনের ঘেরা দিয়ে এবং ৫০ ফুট উপরে বিষাক্ত কালো দূয়ার চুঙ্গি বসিয়ে কালো তেলের কারখানা গড়ে তুলে। প্রতি রাতে এই ডিপোতে পুরাতন জাহাজের ফেলে দেওয়া তেলগুলো এনে রাতভর বিভিন্ন ঔষধ দিয়ে আগুন জ্বালিয়ে রিপারিং করে। আর এ ডিপোর বিষাক্ত ধোঁয়ায় আশে-পাশে এলাকাবাসি ও শিশুরা বিভিন্ন রোগে আক্তান্ত হচ্ছে।

আজ বৃহস্পতিবার ভোরে তেল রিপারিং করার সময় আগুন লেগে যায়। সাথে সাথে আগুনের লেলিহান শিখা দ্বিক-বিদ্বিক ছুড়াছড়ি করে। এ সময় স্থানীয়রা আতংকিত হয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে আসলে স্থানীয় প্রায় পাঁচশত পরিবার প্রাণে রক্ষা পায় এবং মূল্যাবান জিনিসপত্র। ঘন বসতি এলাকায় বিপদজনক এই কালো তেলের ডিপোর বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পর প্রশাসন সিলগালা করে দেন। কিন্তু অদৃশ্য কারণে মাস না যেতেই এই অবৈধ কালো তেলের ডিপো শুরু হয়ে যায়।

ডিপো সংলগ্ন বাসিন্দ রেনুয়ারা বেগম বলেন, ‘প্রশাসন এসে কয়েকবার এই অবৈধ ডিপো বন্ধ করে দিয়েছে, কিন্তু কেন আবার শুরু হয় আমরা জানি না। ডিপোর পাশে বাড়ি হওয়ায় আমরা সারাক্ষণ আতংকে থাকি। বিষাক্ত ধোঁয়ায় আমর ভাইয়ের তিন ছেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। আমরা এই অবৈধ ডিপোর স্থায়ী উচ্ছেদ চাই।

সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় ডিপোর আশে-পাশে প্রায় পাঁচশত পরিবারকে রক্ষা করি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় বলেন, ‘আমি শুনেছি এর আগেও ডিপোটি বন্ধ করেছিল প্রশাসন। আগুনের বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নিব।’