“হামজা ব্রিগেড”কে অর্থায়ন, চট্টগ্রামের ব্যবসায়ি ঢাকায় গ্রেফতার

চট্টগ্রাম ভিক্তিক জঙ্গি সংগঠন “হামজা ব্রিগেট”কে অথ্যায়নের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়িকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত ব্যবসয়ির নাম আ স ম মনজুর এলাহী প্রকাশ মঞ্জুর (৩৭), পিতা-অধ্যাপক সুলতান আহাম্মদ, গ্রাম-কালাপানিয়া, থানা-সন্দ্বীপ।
মঙ্গলবার রাত ১১টায় তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে বলে জানায় র্যাব-৭।
বুধবার ২টায় র্যাব সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, ব্যবসায়ি মনজুর এলহির বিরুদ্ধে হামজা ব্রিগেডকে ৫ লাখ টাকা অথ্যায়নের অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ইতোমধ্যে কেন্দ্রিয় বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যরিস্টার শাকিলা ফারজানাসহ ৩ আইনজীবিকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল র্যাব। বর্তমানে তারা জামিনে রয়েছেন।