অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাসে চবিতে ছাত্রীকে যৌন হয়রানি: সে যুবককে ছয় মাসের কারাদণ্ড

0
.

চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বাসটির যাত্রী মানিক মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দিয়েছেন।

অভিযুক্ত যাত্রী মো. মানিক মিয়া (৩২)। তার বাড়ী হাটহাজারী উপজেলার মন্দাকিনি এলাকায়।

.

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, “বাংলাদেশের দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী, নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে শরীরে স্পর্শের প্রচেষ্টা করায় এই কারাদণ্ড দেয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিক মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বিকৃত মানসিকতার বিষয়টি তার আচরণেও ফুটে উঠেছে।”

উল্লেখ্য রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে নগরীর মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয় গামী ৩নং একটি বাসে ওই ছাত্রীর সাথে অনৈতিক এ ঘটনা ঘটে।

.

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি ৩নং তরী বাসে করে মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলাম। পিছনে বসা ওই যাত্রী ১০ থেকে ১৫ মিনিট ধরে বারবার আমার গায়ে হাত দেয়। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো অনিচ্ছাকৃতভাবে এমনটা হচ্ছে। পরে দেখি অনবরত এভাবে করেই যাচ্ছেন।

পরবর্তীতে আমি প্রতিবাদ করলে বাসের অন্যান্য শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। বেলা ১১টা থেকে আমার পরীক্ষা থাকায় আমি পরীক্ষা দিতে চলে যাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর এস. এম. মনিরুল হাসান বলেন, খবর পেয়ে আমরা জিরো পয়েন্ট পুলিশ বক্সে (ওয়াচ টাওয়ার) আসি। আমরা অভিযুক্তকে হাটহাজারী থানায় পাঠিয়েছি। পরে প্রশাসন  ভ্রাম্যমান আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণের ভিক্তিতে তাকে সাজা দিয়েছে।