অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বায়ু দূষণ থেকে উত্তরণে সরকারী ও বেসরকারী সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

0
.

সুস্থ জীবন ও নির্মল বায়ুর জন্য বাসযোগ্য নগর গড়তে হবে অতিরিক্ত মাত্রার বায়ু দূষণের ফলশ্রুতিতে নগর জীবন পর্যুদস্ত। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন ও জনস্বাস্থ্য হুমকির মুখে। সুস্থ জীবন ও নির্মল বায়ুর জন্য গণমানুষের ব্যাপক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাসযোগ্য নগর গড়ার দায়িত্বে নিয়োজিত সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহের দায়হীনতা কাম্য নয়। জরুরী ভিত্তিতে বায়ু দূষণ থেকে উত্তরণে সরকারী ও বেসরকারী সংস্থাসমূহের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বেসরকারী সংস্থা এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে আজ ২ ডিসেম্বর বিকেলে নগরীর জিইসি মোড়ে ‘বায়ু দূষণ জীবনের হুমকি, সবাই মিলে রোধ করি’ শীর্ষক ক্যাম্পেইনে বক্তারা এসব কথা বলেন।

‘নির্মল বায়ু, বর্ধিত আয়ু’ ‘বায়ু দূষণ রুখতে চাই, তা না হলে রক্ষা নাই’ ‘নিরব ঘাতক-বায়ু দূষণ’ ‘আনতে হলে সুস্থ জীবন-রুখতে হবে বায়ু দূষণ’ স্লোগানে স্লোগানে বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিবেশ কর্মীরা অংশ নেয়।

.

এসডিজি ইয়ুথ ফোরাম‘র সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে ও সদস্য মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম এ গফুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেষ্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’র অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন, চট্টগ্রাম কলেজ’র রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূকম আকবর হোসেন, পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলী, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, লেখক সৈয়দ মো: জুলকরনাইন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গর্ভনর আমিনুল হক বাবু, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, গ্রীন এসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি লায়ন মো: জোনাব আলী, ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খান, সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো: ফরিদুল আলম, সমাজকর্মী নেছার আহমেদ খান, রোটারিয়ান সিজ্জিল মমতাজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এনগেজম্যান্টের ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান, সুজিত সাহা, এড. মাসুদুল আলম বাবলু, ছাত্রনেতা বোরহান উদ্দীন গিফারী, ওব্যাট এর মোস্তাক রায়হান, সানরাইজ সোস্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আফজল খান, সহ সভাপতি হিরু জান্নাত সাথী, ডা: আয়াজ, যুবনেতা মো: সোলতান আকবর মোমিন, শ্রমিক নেতা সৈয়দ মো: মোরশেদ, চন্দনাইশ ছাত্র সমিতি’র যুগ্ম সম্পাদক আব্দুল মন্নান হৃদয়, লিও আশিকুল আলম প্রমুখ।