অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ক্রেতা সেজে ৭৫ টিকেটসহ দুই কালোবাজারী গ্রেফতার

0
.

৭৫টি টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার দুবলা গ্রামের মহররম আলীর ছেলে মিলন মিয়া (৫০) ও তার সহযোগী আখাউড়ার মসজিদ পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে মো. মোহাব্বত আলী (৬৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুর রশিদ। তিনি জানান, তাদের কাছে আন্তঃনগর বিভিন্ন ট্রেনের ৭৫টি টিকিট ছিল। খবর পেয়ে ক্রেতা সেজে তাদের কাছ থেকে টিকিট ক্রয় করে গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় হাতেনাতে ৭৫টি টিকিটসহ তাদের আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিলন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং তার সহযোগী মোহাব্বত আলীকে ৫ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, স্টেশন মাস্টারের টিকিট কালোবাজারির কারণে আখাউড়া স্টেশনে কোনও সাধারণ যাত্রী টিকিট পায় না।