অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস ছাড়া গাড়ী না চালানোর অঙ্গীকার

0
.

সড়ক পরিবহন আইন ২০১৮” যথাযথ বাস্তবায়নে লক্ষে আজ সোমবার (২৫ নভেম্বর) সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছে মোঃ মাহাবুবর রহমান।

দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বন্দর নগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। শ্রমিক নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব মতামত তুলে ধরেন। সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ “সড়ক পরিবহন আইন ২০১৮” যথাযথ বাস্তবায়নে লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস ছাড়া গাড়ী চালাবেন না বলে অঙ্গীকারবদ্ধ হন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সাথে মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।