অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বন্দরটিলায় স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছে!

0
.

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় রোকসানা আক্তার (২৯) নামে গৃহবধূরকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।

রবিবার (২৪ নভেম্বর) রাতে পুলিশ রোকসানার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায় দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মহিলার স্বামী পলাতক রয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহম্মদ নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে রোকসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে রোকসানার স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছে।

নিহত রোকসানা আক্তার বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার বাসিন্দা।

ওসি বলেন, রোকসানা ও দেলোয়ার সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। বন্দরটিলায় ব্যাংক কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন। তবে সম্প্রতি তারা দুজন চাকরি ছেড়ে গ্রামে চলে যান। গত শুক্রবার (২২ নভেম্বর) তারা গার্মেন্টস কারখানা থেকে বকেয়া বেতন তুলতে চট্টগ্রামে আসেন।

এ ঘটনায় নিহত রোকসানার বোন লাকি আক্তার বাদি হয়ে ইপিজেড থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য পুলিশ রোকসানার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।