অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলদারকে একমাসের কারাদন্ড

0
.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় একটি ক্লিনিক সংলগ্ন সরকারি খাস খতিয়ানভুক্ত ছড়ার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন সরকারী জায়গা দখলমুক্ত করেন।

ইউএনও রুহুল আমীন জানান, বাহাদুর নামে এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ছড়ার উপর টিনশেড দোকান নির্মান শুরু করে। এর প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক গত সেপ্টেম্বর মাসে তাকে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ রাখার জন্য নোটিশ দেয়। কিন্তু কথিত অবৈধ দখলদার নোটিশ পেয়েও জায়গা ছেড়ে না দিয়ে শুক্রবার দিবাগত রাতে পাকা দোকান নির্মান কাজ শুরু করে।

সংবাদ পেয়ে ইউএনও রাতে গিয়েই তাকে পূণরায় নিষেধ করেন। অবৈধ দখলদার রাতে কাজ বন্ধ রাখলেও সকালে আবার দ্বিগুণ লোকবল নিয়ে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। পরে ইউএনও রুহুল আমীন শনিবার অভিযান চালিয়ে সরকারী ছড়া দখলমুক্ত করে অবৈধ স্থাপনা নির্মাণকারী বাহাদুরকে এক মাসের কারাদন্ড দেন।