চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু আটক

চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড। আজ রবিবার বিকালে সন্দ্বীপ টেংগার চর থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ টি দেশীয় পাইপগান, ২ টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলী, ২ টি চাপাতী, ১০ টি মোবাইল ফোন, উদ্ধার করা হয়েছে।
রাতে কোষ্টগার্ড পূর্বজোনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কোস্টগার্ড পূর্বজোন (জোনাল কমান্ডার) লে. কমান্ডার ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে সন্দ্বীপের আলাউদ্দিন বাহিনী ওরফে বিস্মিল্লাহ গ্রুপ উপকুলীয় এলাকায় জেলেদের উপর নির্যাতন, অবৈধ চাঁদা আদায়, অপহরন, লুন্ঠন সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।
গোপর খরর ভিক্তিতে বিকালে সন্দ্বীপ ও তৎসংলগ্ন চরাঞ্চলে জলদস্যুদের আস্তানা ঘেরাও করে ১৯ জন জলদস্যুকে জব্দকৃত অস্ত্রসহ আটক করা হয়। পরে দাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়।