অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীর লোকালয়ে ৯টি হাতির পাল, এলাকায় আতঙ্ক

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী পূর্ব কধূরখিল এলাকায় বাচ্চাসহ একদল হাতির পাল লোকালয়ে নেমে এসেছে। এতে করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার ভোরের দিকে এই হাতির পাল লোকালয়ে নেমে আসে। দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯টি হাতি পূর্ব কধুরখীল বাইতুল ফালাহ জামে মসজিদের সুপারী বাগান এলাকায় অবস্থান করছে।

এসব হাতির পাল এলাকার ফসলি জমি ও সুপারী বাগান তছনচ করেছে বলে স্থানীয়রা জানায়।

.

এদিকে ৩টি বাচ্চাসহ ৯টি হাতির পালকে দেখতে ভোর থেকে এলাকার চারদিকে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে।

স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, বন বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হাতির পালকে নিরাপদে পাহাড়ে ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে পাঠক ডট নিউজকে জানান বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

.

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ মো, নেয়ামত উল্লাহ জানান, হাজার হাজার মানুষ এলাকার চতুর দিকে অবস্থান নিয়েছে এই হাতির পালকে দেখতে ফলে আমরা মানুষের ভীড়ের কারণে এসব হাতিতে পাহাড়ে তাড়াতে পারছি না। তিনি বলেন, হয়তো খাদ্যের সন্ধানে অথবা পথ ভূলে পাশ্ববর্তি জৈষ্ঠ্যপুরা পাহাড় থেকে এ হাতির পালটি নেমে এসেছে।

তবে এখনো কোন ধরণের তান্ডব চালায়নি হাতির পালটি।