অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘূর্ণিঝড় ‘বুলবুল’, মোংলা-পায়রায় ১০ নম্বর এবং চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত

0
.

ভয়ঙ্কর রূপ ধারণ করে ও প্রবল শক্তি নিয়ে খুলনা ও চট্টগ্রাম উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯ টায় আগারওগাঁওয়ের আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এসব মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রম কালে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ১০০-১২০কি মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।