অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘স্কার্ট’

0

image-1-6ঘূর্ণিঝড় ‘স্কার্ট’ ভারতের দক্ষিণ উপকূলে আঘাত না হেনে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে ভারতীয় আবহাওয়া বিভাগের উদ্ধৃতি দিয়ে দেশটির একদিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়টি তার গতিপথ পাল্টায় বলে খবরে বলা হয়।

স্কার্টের আঘাতে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে ভারীর পূর্বাভাষ দেয়া হয়েছিল।

তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকায়। উপচে পড়তে শুরু করেছে নিকাশি নালাগুলো। খোলা হয়েছে কন্ট্রোলরুম। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বাসস পরিবেশিত খবরে বলা হয়েছে, উত্তর শ্রীলঙ্কা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়।