হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ পাভেল (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের বালুরটাল এলাকায় হাটহাজারী নাজিরহাট সড়কে এই দূর্ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, পাভেল মোটর সাইকেল চালিয়ে নাজিরহাট থেকে সরকার হাট বাজারের দিকে আসছিল। এসময় সে একটি বড় লরিকে অতিক্রম করতে চাইলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সামনে পড়ে যায়। পরে সে পিছিয়ে একপাশে আসতে চাইলে অতিক্রম করতে চাওয়া লরির সাথে ধাক্কা খেয়ে লরির নীচে চাপা পড়ে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
নিহত মোহাম্মদ পাভেল হাটহাজারীর নাঙ্গলমোড়া ইউনিয়নের জাফর হামজার বাড়ীর নুরুল ইসলাম প্রকাশ লক্ষী মিয়ার ছেলে বলে জানা গেছে।