অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কারাগারে অাটক স্বামীকে গাঁজা দিতে গিয়ে ফেঁসে গেলো স্ত্রী

0

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

khagrachari-picture01-05-10-2016
জেল হাজতে থাকা স্বামীকে গাঁজা সরবরাহ করতে গিয়ে আটক স্ত্রীকে সাজা দিচ্ছেন ভ্রাম্যমান আদালত।

খাগড়াছড়িতে মাদক মামলায় কারাগারে বন্দি স্বামীকে গাঁজা সরবরাহ করতে গিয়ে আটক হয়েছেন স্ত্রী রোকসানা আক্তারে। পরে তাকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ এলিশ শরমিন’র ভ্রাম্যমান আদালত এ সাজা দেন।

খাগড়াছড়ি সদর থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ জানান, খাগড়াছড়িতে মাদক মামলায় কারাগারে আটক সাইফুল ইসলাম ওরফে ইয়াবা জুয়েলকে গাঁজা সরবরাহ করতে যাওয়ার পথে জনতার হাতে আটক হয় তার স্ত্রী রোকসানা আক্তার।আজ সকালে পৌনে ১০ টার দিকে খাগড়াছড়ি শহরের আদালত সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পাঁচ গ্রাম গাঁজাসহ আটক রোকসানা আক্তারকে করে পুলিশে সোর্পদ করে। তাকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে সোপর্দ করা হলে রোকসানা আক্তার সে কারা অন্তরীণ স্বামীর জন্য গাঁজাগুলো নিয়ে যাচ্ছিছিলেন বলে স্বীকার করেন। এরপর আদালত তাকে ৬ মাসের কারাদণ্ডের রায় দেন।

প্রসঙ্গত, গত ২১ আগষ্ট মাদক সম্রাট বলে খ্যাত সাইফুল ইসলাম ওরফে ইয়াবা জয়েলকে গত ২১ আগষ্ট রাতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আটক করে পুলিশ।