অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আনোয়ারায় লাশবাহী অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

0
.

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেে একই পরিবারের দুইজন ৩ জনের মৃত্যু হয়েছে।

বাশঁখালী সাম্বলী পাড়ার খলিলুর রহমানের পুত্র মুফিজুর রহমান (৭০), মফিজুর রহমানের পুত্র কামাল হোসেনের স্ত্রী জয়নাব বেগম (২৮) ও সাহাব উদ্দিনের স্ত্রী বুলবুল আক্তার (২৩)।(কাতেবীপাড়া)।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চাতুরি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরো ২জন আহত হয়েছেন।

তবে পুলিশের দাবী মফিজ উদ্দিনের আগেই স্বাভাবিক মৃত্যু হয়েছে।  তার লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ীতে নেয়ার সময় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে দুই নারীসহ ৩ লাশ উদ্ধার করা হয়েছে।  তবে পুরুষটি আগেই মারা গিয়েছে।  তার লাশ নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে বাঁশখালী যাওয়ার সময় চৌমুহনী এলাকায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরন হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে অন্য একজন মারা যায়।

এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে বলে শুনেছি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।