এরশাদ জিয়াউর রহমানের লাশ গুম করতে চেয়েছিলেন-নোমান

জিয়াউর রহমানের লাশ গুম করতে চেয়েছিলেন এইচ এম এরশাদ উল্লেখ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ রাঙ্গুনিয়া থেকে জিয়ার মরদেহ চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসেন।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে হান্নান শাহর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, ‘তখনো হান্নান শাহর অন্তরে জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা, আনুগত্য এবং তাঁর সম্পর্কে জানা—সেটা ছিল বলেই জিয়ার মরদেহ আনতে গিয়েছিলেন তিনি। এ দায়িত্ব তিনি পালন না করলেও পারতেন। কারণ, এরশাদ তাঁকে বলেননি, এরশাদ তো লাশ গুম করে ফেলতে চেয়েছেন। হান্নান শাহ সে সময় চট্টগ্রামে মিলিটারি একাডেমির পরিচালক ছিলেন। সে সুবাদে তিনি জিয়ার মরদেহ প্রথম সেনানিবাসে নিয়ে আসেন। পরবর্তী সময়ে তাঁকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হলো।’
হান্নান শাহকে একজন সাহসী নেতা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাঁর মনের মধ্যে যা কিছু, তা প্রকাশ করার ক্ষেত্রে তাঁর কোনো ভয়, দৈন্য ছিল না। সেদিনও তিনি ক্ষমতাসীন সরকারের কর্তৃত্ববাদী আচরণ, গুম খুন, জঙ্গিবাদসহ বিভিন্ন পর্যায়ে অত্যাচার-নির্যাতন সম্পর্কে বলিষ্ঠভাবে কথা বলেছেন। এটা কিন্তু সবাই বলেন না।
১ কোটি ৩৫ লাখ ভুয়া ভোটার বানানোর কথা সঠিক নয়
সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনার নিয়োগ প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে কথা বলেছেন, আমার অত্যন্ত লজ্জা হয় এ কথাটা আবার পুনর্ব্যক্ত করতে। তিনি এটাকে হাসিঠাট্টার মধ্যে ফেলে দিয়ে জবাব দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি আজ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বিএনপি ১ কোটি ৩৫ লাখ ভুয়া ভোটার বানিয়েছে—প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা যে কথা বলেন, তা সঠিক নয়। আমি দায়িত্বশীলতার সঙ্গেই এ কথা বলছি।’
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমার ভোটার আইডি করতে গিয়ে এ প্রকল্পের পরিচালক সাখাওয়াত হোসেনের কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। বলেছিলাম, বিএনপি নিজের ভোটটাও নিজে সব সময় নিশ্চিত করতে পারে না। সেখানে ১ কোটি ৩৫ লাখ ভুয়া ভোটার সুন্দরভাবে করে ফেলল, এটা কীভাবে হলো?’ সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে নোমান বলেন, তিনি তাঁকে বলেছেন, আসলে বিএনপি বা কেউ ভুয়া ভোটার বানায়নি। এ ব্যাপারে তাঁরা একটি সার্ভে করেছেন, সেখানে দেখা গেছে, এক ব্যক্তি দু-তিন জায়গায় ভোটার হওয়ায় এই ভোট বৃদ্ধি পেয়েছে—এটাই হচ্ছে মূল কথা।
বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমরা নির্বাচন চাই, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। সেটার জন্য একমাত্র আলোচনা কাজ দেবে না। প্রয়োজন আন্দোলন-সংগ্রামের, প্রয়োজন সামনে এগিয়ে গিয়ে বুকের রক্ত দেওয়ার। সেই সাহস হান্নান শাহর ছিল। তাঁকে হারিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’ সুত্র: প্রথম আলো