অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

`মানবিক’ কারণে ভারতকে ফেনী নদীর পানি দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

7
.

বাংলাদেশ সম্পূর্ণ মানবিক কারণে ভারতকে ফেনী নদীর পানি দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিস্তা নদীর পানি বণ্টন ইস্যু নয়াদিল্লি দীর্ঘদিন ঝুলিয়ে রাখলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ফেনী নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি সই হয়।

শনিবার স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, ফেনী নদী থেকে ১.৮৬ কিউসেক পানি ত্রিপুরার সাব্রুম শহরে সরবরাহ করা হবে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসিকে বলেন, ‘সম্পূর্ণ মানবিক কারণেই প্রধানমন্ত্রী হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।’ ভারতের বিতর্কিত জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকেও বাংলাদেশ সতর্ক নজর রাখছে বলে তিনি জানান।

এবারও তিস্তা নিয়ে কোনো চুক্তি না হলেও আরও সাতটি অভিন্ন নদীর পানি বণ্টনের জন্য দুই দেশ একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করতে রাজি হয়েছে। এটাকে ‘যথেষ্ট ইতিবাচক’ লক্ষণ বলে মনে করছে ঢাকা।

শহীদুল হক বলেন, ‘যেহেতু দুদেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে, তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে।’

তিনি বলেন, ‘যেহেতু যৌথ নদী কমিশন প্রায় ছয় বছর পর বৈঠকে বসেছে, আগামী বছর আবার বসবে। তাই আমরা কিন্তু আশা করতেই পারি। আর তারা সবগুলো কমন রিভার (অভিন্ন নদী) নিয়েই কাজ শুরু করেছে।’

৭ মন্তব্য
  1. Nasir Uddin Sumon বলেছেন

    এত মানবিক আম্মেরা

  2. Mohammad Zamir Uddin বলেছেন

    আমাদের পানি না দেয়া কতটা মানবিক?

  3. Kazi Shohagh বলেছেন

    Tobe ki Omanobik karone tistha nodir pani powa somvob noy? J desher lokder manobikota ney,jara shimante proti niyoto pakhir moto manush hotta kore thake,pelanir moto kissori meyeder k hotta kore bishow basi k prodosson er jonno tader shimanter kata tarer berate jhuleye rakhe tader k manobik karone feni nodhir pani dewa ki thik holo?

  4. Mahmudul Hasan বলেছেন

    মানবিক নয় দাসত্বের দাবী পুরনের জন্য

  5. Yousuf Yousuf বলেছেন

    জাতী সংগে একটা ভোট পেলন না রহিঙগা ইসুত। মানবিক কথাটা বলতে লজ্জা হয়নাই।

  6. Imdad Hussain Khan বলেছেন

    সত্য স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ, আর সত্য এটাই যে দাসত্বের কারনেই, শুধু পানি নয় সব কিছু দিতেই আপনারা বাধ্য।

  7. Masudrana Mime বলেছেন

    তোর মাথায় একটা বারী দিতে মন চায় মানবিক কারনে