অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য ঠেকাতে খাতুনগঞ্জের অভিযান চলছে

0
.

বাজারে পেঁয়াজের দাম আস্বাভাবিক বৃদ্ধি ঠেকাতে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

জানাগেছে, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার ঘোষণার পর থেকেই হঠাৎ করে বেড়ে চলেছে পেয়াঁজের অস্বাভাবিক দাম।

,

চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে গুদামে প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ থাকলেও দাম বাড়িয়ে দিয়েছে পাইকাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে খুচরা ব্যবসায়ীরাও নেমেছেন অতিরিক্ত মুনাফা লাভের আশায়।

এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আজ থেকে অভিযান শুরু করেছে।

.

জেলা প্রশাসনের স্টাফ অফিসার রাজিবুল হাসান এ তথ্য জানিয়েছেন। বিকাল পর্যন্ত খাতুনগঞ্জে এ অভিযান চলবে বলে তিনি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘খাতুনগঞ্জে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত আছে। কৃত্রিম সংকট তৈরি করে আমদানিকারকরা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করছে। এ কারণে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন পাইকারি বিক্রতারা।