অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নতুন করে আবারো রোহিঙ্গা প্রবেশের চেষ্টা, বিজিবি’র বাধা

10
.

আবার মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। শুক্রবার গভীর রাতে একটি নৌকায় ছয় রোহিঙ্গা টেকনাফের হ্নীলা নয়াপাড়া সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা চালায়। এর আগেও ২২ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় প্রতিহত করে বিজিবি।

আজ শনিবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।
বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে হ্নীলা নয়াপাড়া নাফ নদের কুতুবদিয়া ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। টেকনাফের হ্নীলা নয়াপাড়া বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল তাদের আটক করে। আটক রোহিঙ্গাদের মধ্যে তিন জন নারী এবং তিন শিশু ছিল। পরে গভীর রাতে আটক রোহিঙ্গাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘নতুন করে কোনও রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না। অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সম্প্রতি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ২৮ রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

এ ব্যাপারে টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, ‘মিয়ানমারে থেকে যাওয়া রোহিঙ্গারা কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে। এ কারণেই তারা এখনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগের মতো রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে পারছে না।’

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘মাঝে মধ্যে সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে থাকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

১০ মন্তব্য
  1. Mahade Hasan বলেছেন

    ঢুকতে বাধা দেয়া অন্যায়, কেউ না ঢুকতো. কথা ছিল না

  2. Aniss Miha বলেছেন

    আসতে দাও কারন ওরা আমাদের ভাই বাছতে দাও।

    1. Md Abul Hossain বলেছেন

      Aniss Miha নিজে ল্যাংটা হয়ে অন্যকে কাপড় দেওয়া যায়না।

  3. Md Ruvel Miah বলেছেন

    যে গুলো এসেছে সে গুলোকে আগে সামাল দাও ” তারপর অন্যগুলোকে আসতে দাও !

  4. Saiful Islam Saif বলেছেন

    ডুকতে দেখা মাত্র গুলি করে মারুন।
    আর দেশে যে সব রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় নিয়েছে তাদের অবিলম্বে অপরেশন ক্লিন করে সাফ করে ফেলুন।

  5. Md Abul Hossain বলেছেন

    শালদের পিঠাও, মাগনা খাওয়ার অাশায় অাসে।

  6. Shahin Hossain Sanwar বলেছেন

    গুলি কইরা মাইরা হালা

  7. Ishak Mia বলেছেন

    গুলি করতে হবে

  8. Ishak Mia বলেছেন

    আদর করে বাংলাদেশ তাই আসতে চাই

  9. Md Abul Hossain বলেছেন

    গুলি কইরা মাইরা ফালান।