চট্টগ্রামে র্যাবের অভিযান, একে-২২ রাইফেল উদ্ধার আটক ২

চট্টগ্রাম মহানগরী ক্রাইমজোন হিসেবে পরিচিত আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে বাস্তুহারা কলোনিতে র্যাবের অভিযান চলছে। সকাল ৯টা থেকে অর্ধ শত র্যাব সদস্য অভিযানে অংশ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অভিযানে একটি অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ বেশ কিছু আস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানাগেছে। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা অন্যান্য অস্ত্রগুলো হলো, ১৬টি রকেট প্লেয়ার, দুটি ম্যাগজিন, একটি বন্দুক, ও চারটি রামদা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এএসপি সাহেদার নেতৃত্বে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে। অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আগ্রাবাদ নাকি???