অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে দুইটি শীপ ইর্য়াডে দুদকের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটা পরিবেশ সন্মত নয় এবং বিষয়টি চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সঠিকভাবে দায়িত্ব পালন করছে না এমন অভিযোগের ভিক্তিতে দূর্নীতি দমন অধিদপ্তর চট্টগ্রাম ২ এর একটি টিম সীতাকুণ্ডের দুইটি শীপ ব্রেকিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক দুই প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বুধবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার শীতলপুরে সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ড এবং কদমরসুলস্থ আরেফিন এন্টারপ্রাইজ ইয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়।

.

এসময় আরেফিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার এবং সাগরিকা ইয়ার্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২ এর সহকারী পরিচাল হুমায়ুন কবির বলেন, আমরা অভিযোগ পেয়েছি শীপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে পরিবেশ অধিদপ্তর সঠিকভাবে দায়িত্ব পালন করছেনা, যার ফলে এলাকায় মারাত্বক পরিবেশ দুষণ হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা সরজমিনে কয়েকটি ইয়ার্ডে যাই, সেখানে দুইটি ইয়ার্ডে কিছু অনিয়ম পাওয়া যায়। সেই দুটি ইয়ার্ডকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিস্ফোরক অধিদপ্তরের ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন,কলকারখানা অধিদপ্তরের সহকারী মহা পরিদর্শক ডাঃ বিশ্বজিত রায়,সীতাকুণ্ড মডেল থানার এসআই টিবলু মজুমদার।