অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৫ লক্ষ চিংড়ি পোনা জব্দ

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহান সড়কের সীতাকুণ্ডে যাত্রীবাহি একটি বাস থামিয়ে সাড়ে ৫ লক্ষ চিংড়ি পোনাসহ দুইজনকে আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এসব চিংড়ি পোনার মূল্য ১১ লাখ টাকা বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- বাস চালক মো: বাচ্চু মিয়া (২৯) ও হেলপার মোঃ বাপ্পি (২৭)

আজ সোমবার (১৯ আগষ্ট) বিকাল পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালতি হয়।

এসময় উপজেলার ইকো পার্ক এলাকা থেকে বেপারী পরিবহণ বাস আটক করে সেখানে তল্লাসী চালিয়ে চিংড়ির পোনা ভর্তি ২০টি বড় পাতিল ও ৭টি বড় ড্রাম থেকে সাড়ে ৫ লক্ষ চিংড়ি পোনা জব্দ করা হয়।

আহরণে নিষিদ্ধ ঘোষিত বাগদা চিংড়ির পোনাগুলো চট্টগ্রাম থেকে খুলনা নিয়ে যাওয়া হচ্ছিল।

বাস চালক মো: বাচ্চু মিয়া (২৯) ও হেলপার মোঃ বাপ্পি (২৭) কে আটক করা হয়। এসময় আহরণে নিষিদ্ধ ঘোষিত বাগদা চিংড়ি পরিবহণ করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাস চালককে ৫ হাজার টাকা জড়িমানা করা হয়।

এব্যাপারে উপজেলা মৎস্য অফিসার মোঃ শামীম বলেন, মৎস্য আইন সুরক্ষা সংরক্ষণ ১৯৫০ এ মামলা দায়ের করা হবে। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোঃ রুহুল আমিন ও মোহাম্মদ আলী। জব্দকৃত পোনাগুলো কুমিরা ঘাট সংলগ্ন উপকূলে অবমুক্ত করা হয়।