অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আনোয়ারা থেকে ১৯ হাজার ইয়াবাসহ ২জন গ্রেফতার

0
.

জেলার আনোয়ারা থানাধীন চাতরী চৌমহনী বাজার থেকে ১৯ হাজার ৪শ পিস ইয়াবার চালান জব্দ করেছে র‌্যাব-৭। এসময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ ১৬ আগস্ট বিকাল ৩টার দিকে র‌্যাব এ অভিযান চালায়।

গ্রেফতার হওয়া ৩ জন হলো- নগরীর কর্ণফুলি থানার ইয়ানগর এলাকার মোঃ মমতাজ মিয়ার ছেলে মোঃ রেজওয়ান (২০) ও
বান্দরবানের লামা থানার ইয়াংছা গ্রামের আলমের ছেলে নুরুল বাছের (২০)।

রাতে র‌্যাবের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ মাশকুর রহমান পাঠক ডট নিউজকে বলেন, সোর্সের গোপন সংবাদের মাধ্যমে জানতে পায় যে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে একটি সিএনজি যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে দুপুরে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম জেলার আনোয়ারা মোড় ফি আমানিল্লাহ ষ্টেশনারী দোকানের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশীকালে কক্সবাজার হতে আসা একটি যাত্রিবাহি সিএনজি অটোরিকশাকে সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা সিএনজিটিকে থামানোর সংকেত দেয় চালক চেকপোষ্টের সামনে সিএনজিটি থামানোর সাথে সাথে এতে থাকা ৩জন যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে ২ জনকে ধরে ফেলে। পরে আটককৃতদের দেহ তল্লাশী করে ব্যাগের ভিতর লুকানো অবস্থায় ১৯,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৭ লক্ষ টাকা।

এ ব্যাপারে আনোয়ারা থানায় মামলা দায়ের এবং আসামী দুজনকে হস্তান্তর করা হয়েছে।