অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালে অর্ধ লাখ রোগী

2
.

ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অব্যাহত আছে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৭১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৯৯ জন। এদের মধ্যে বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে ২১০ জন কম। আগের দিন ১ হাজার ৯২৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৭ হাজার ৭১৬ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ১৫ জন। তবে বেসরকারি বিভিন্ন সূত্রের দাবি, ডেঙ্গু আক্রান্তের এ সংখ্যা আরও অনেক বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হিসাবে প্রকাশিত ডেঙ্গু রোগীর চেয়ে বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি। কারণ প্রায় প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী হাসপাতালে শয্যা (সিট) না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন। বাসায় অবস্থান করেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ডেঙ্গু রোগীরা।

২ মন্তব্য
  1. Khandakar Mansur বলেছেন

    What about our honourable minister of health and two mayors? Are they in Bangladesh?

  2. MD Mustafizur Rahman বলেছেন

    ত্রর কি কোন স্যলুশান নেই