অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাতীয় শোক দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা

0
.

আজ ১৫ ই আগস্ট- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জেলা প্রশাসন চট্টগ্রামের নানা আয়োজনে পালিত হয় দিবসটি।

এ উপলক্ষ্যে সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শোক  র‍্যালি শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।  পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন স্যার।

পুষ্পস্তবক অর্পণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ। মুখ্য আলোচক ছিলেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।