অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিরিয়ায় অব্যাহত বিমান হামলায় নিহত ৯০, আহত এক হাজার

0
cfvvjsdqiuhd
সিরীয় বিমান বাহিনীর অব্যাহত বিমান হামলায় সিরিয়ার আলেপ্পোয় পূর্বাঞ্চল ধংসস্তুপ।

সিরিয়ার আলেপ্পোয় পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে সিরীয় বিমান বাহিনীর অব্যাহত বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় এক হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় প্রায় দেড়শ’ বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ভয়াবহ এ বিমান হামলায় বিদ্রোহী অংশে জরুরী স্বাস্থ্য সেবা এবং মাটির নীচের আশ্রয় কেন্দ্রগুলোও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

আলেপ্পোর ৩০টি বিদ্রোহী অবস্থানে সিরিয়ার যুদ্ধ বিমানগুলি বিরামহীন বোমা বর্ষণ করে চলেছে। হোয়াইট হেলমেট নামে একটি স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থা বলছে, যুদ্ধ বিমান ও ভারী কামান দিয়ে অন্তত ৬০টি বিমান হামলা চালানো হয়ছে এবং এই সংস্থাটির নিজেদের সমন্বয় কেন্দ্রগুলোও এতে আক্রান্ত হয়েছে।

হোয়াইট হেলমেটের ৪টি কেন্দ্র ধ্বংসের পাশাপাশি তাদের ৫টি অ্যাম্বুলেন্স বোমার আঘাতে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে।

রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত চলে এই বিমান হামলা। সিরিয়ার সেনা বাহিনী জানিয়েছে, সর্বাত্মক স্থল অভিযানের পূর্বে এ ধরণের আরও বিমান হামলা চালানো হবে।

এর আগে সিরিয়ার সরকার এক ঘোষণায় জানিয়েছিল, বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে আলেপ্পো শহরের পূর্বাংশ পুনর্দখল করার জন্য তারা নতুন এক অভিযান শুরু করতে যাচ্ছে।

ত্রাণ-কর্মীদের কাছ থেকে এসব অভিযানের যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে তারা একে রীতিমত ধ্বংসলীলা বলে বর্ণনা করছেন। বিবিসির একজন সংবাদদাতা জানান, পূর্ব আলেপ্পোর আড়াই লাখ লোকের কাছে একে এক পূর্ণমাত্রার সামরিক আক্রমণ বলেই মনে হচ্ছে।

wtuoahbypuoz
২৪ ঘণ্টায় প্রায় দেড়শ’ বিমান হামলায় এ অন্তত একশ নিহত ও এক হাজার আহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক একটি সিরিয়ান মানবাধিকার সংস্থা বলছে,গত রাত থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩০টি বিমান হামলা হয়েছে। সরকারি বাহিনীর হেলিকপ্টারগুলো ব্যারেল বোমা ফেলছে, কিন্তু বিমান হামলার অনেকগুলোই চালাচ্ছে রাশিয়ার জেট বিমান।

হোয়াইট হেলমেট সংস্থার প্রধান জানিয়েছেন, আলেপ্পোর আকাশে পাঁচটি রুশ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন উড়তে দেখা গেছে।

সংস্থাটি জানায়, তাদের চারটি চিকিৎসা কেন্দ্রের মধ্যে তিনটিই আক্রান্ত হয়েছে এবং অন্তত তিনটি জায়গায় ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে লোকজন চাপা পড়ে আছে।

সিরিয়ার সরকার এর আগেই তাদের ঘোষণায় বেসামরিক লোকদের, তাদের ভাষায়, সন্ত্রাসীদের অবস্থানগুলো থেকে দূরে থাকতে বলে দিয়েছে। তাদের ‘সেখানে থেকে যাওয়া মানেই মৃত্যুর ঝুঁকি নেয়া’ – এটা স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে নির্ধারিত কিছু চেকপয়েন্ট দিয়ে বেসামরিক লোকেরা পূর্ব আলেপ্পোর ওই এলাকাগুলো ছেড়ে যেতে পারবে।

এই অভিযানে স্থল-সেনাও নামানো হবে এমনটাই অনুমান করা হচ্ছে, কারণ সামরিক বাহিনীর বিবৃতিতে এই বিমান ও কামানের গোলাবর্ষণকে প্রস্তুতিমূলক বলে আখ্যায়িত করে বলা হয় এটা আরো কিছুদিন চলবে।

অন্যদিকে, যুদ্ধবিরতি পুনর্বহাল করার যে কূটনৈতিক চেষ্টা চলছিল তাতে এখন পর্যন্ত কোনো ফলই হয়নি- যা নিয়ে জাতিসংঘের দূত স্টেফান ডে মিস্টুরা হতাশা প্রকাশ করেছেন।