অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাভারে বংশী নদীতে ট্রলার ডুবে ১০টি গরুর মৃত্যু

0
.

সাভারে বংশী নদীতে গরু বোঝাই একটি ট্রলার ডুবে ১০টি গরু মারা গেছে। শনিবার দুপুরে কর্ণপাড়া এলাকায় বংশী নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা আরো ৩০টি গরু নিয়ে ট্রলারের মাঝি ও বেপারীরা সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইর থেকে একটি ট্রলারযোগে ৪০টি গরু নিয়ে গাবতলী পশুর হাটে যাচ্ছিলেন কয়েকজন বেপারী। গরু বোঝাই ট্রলারটি বংশী নদীর কর্ণপাড়া এলাকায় পৌঁছলে হঠাৎ স্রোতের টানে ট্রলারটি উল্টে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় ৩০টি গরু নিয়ে ট্রলারের মাঝি ও বেপারীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ১০টি গরু পানিতে ডুবে মারা যায়। পরে মৃত গরুগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

এ সময় পানিতে ডুবে ১০টি গরু মারা যাওয়ায় গরুর মালিকরা নদী তীরে কান্নায় ভেঙে পড়েন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার পর বাকী গরুগুলো নিয়ে বেপারীরা অন্য একটি ট্রলারযোগে হাটে চলে গেছেন। তবে এখনও ডুবে যাওয়া ট্রলারটি নিখোঁজ রয়েছে।