অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভাটিয়ারীতে ট্রেনে কাটা পড়ে আহত যুবকের মৃত্যু

1
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনে কাটা পড়ে আহত আরো এক যুবকের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মারা গেল ৩ জন।  গতকাল রাত সাড়ে ১২ টার সময় মারুফুর রহমান চৌধুরী (২৮) নামের আহত যুবক চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে মারা যায়।

নিহত মারুফের গ্রামের বাড়ী বাঁশখালী উপজেলায়। তার  বাবার নাম মীর আহাম্মদ।  মারুফ নগরীর বহদ্দার হাটস্থ খাজা রোডের সিদ্দিক টাওয়ারের ভাড়ায় থাকতো।

পোর্ট লিংক কন্টেইনার ইয়ার্ডের লেভার সুপারভাইজার মো. মোজাফ্ফর জানান, রাত সাড়ে ১২টার দিকে মারুফ মারা যায়।  তার লাশ আমরা বাঁশখালির গ্রামের বাড়ীতে পাঠিয়ে দিয়েছি।

উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে উপজেলার ভাটিয়ারী পোর্ট লিংক নামক একটি কন্টেইনার ইয়ার্ডের সামনে ট্রেনের ধাক্কায় মোঃ এরশাদ হোসেন মিঠু (৩২),  জামাল উদ্দিন আকবর হিরা (২২) নিহত হয়। এসময় আহতবস্থায় মারুফকে হাসপাতালে ভর্তি করা হয়।

তারা তিনজনই স্থানীয় পোর্ট লিংক কন্টেইনার ইয়ার্ডের কর্মরত ছিলেন।

স্থানীয় নাহিদ নামে এক যুবক জানায়, তারা তিনজন সন্ধ্যা অফিস থেকে নাস্তা করার জন্য বের হয়, বৃষ্টির মধ্য ট্রেন লাইন পার হতে গিয়ে একই সময়ে দুই দিক থেকে ট্রেন এসে পড়ায় তারা ৩ জন ট্রেন দুর্ঘটনার শিকার হয়।  এসময় ঘটনাস্থলে এরশাদ ও জামাল উদ্দিন মারা যান, গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে মারুফুর রহমান মারা যান।

নিহত এরশাদ ভাটিয়ারী ইমাম নগর গ্রামের নজর মোহাম্মদ তালুকদার বাড়ির মফিজুর রহমানের পুত্র। জামাল উদ্দিন আকবর চট্টগ্রাম বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকার নুরুল আবছারের পুত্র।  তবে নিহত মারুফের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

*ভাটিয়ারীতে ট্রেনে কাটাপড়ে দুই শ্রমিক নিহত