অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হজযাত্রীদের মুখে ওষুধ দেয়া সেই মশককর্মী বরখাস্ত

0
.

হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেয়ার অপরাধে মোহাম্মদ হুমায়ূন কবির নামে সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, হজ ক্যাম্পে হাজযাত্রীদের দিকে খেয়াল না রেখেই ফগার মেশিন দিয়ে তাদের মুখে ওষুধ দিচ্ছেন এক মশককর্মী।

এ ঘটনার পর ডেঙ্গু আতঙ্কের মধ্যে হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেয়ার অপরাধে সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ঐ কর্মীকে।

বরখাস্ত সেই মশককর্মীর নাম মোহাম্মদ হুমায়ূন কবির। সে মশক নিবারণ অধিদপ্তরের অধীন কর্মী ছিলেন।

সোমবার (৫ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

বিষয়টি সিটি করপোরেশনের নজরে এলে তা খতিয়ে দেখা হয় এবং ঘটনার সত্যতা পাওয়ায় হুমায়ূনকে বরখাস্ত করা হয় বলে জানান এ এস এম মামুন।

এর আগে গত ৩ আগস্ট (শনিবার) আশকোনা হজ ক্যাম্পে হাজযাত্রীদের দিকে খেয়াল না রেখেই ফগার মেশিন দিয়ে ওষুধ দিতে দেন হুমায়ূন। দ্রুতই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।