অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চমেকে ডেঙ্গু রোগীদের জন্য “ওয়ান স্টপ” সার্ভিস চালুর দাবী

0
.

বৃহত্তর চট্টগ্রামের রোগীদের শেষ ভরসাস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডেঙ্গু রোগীদের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা-পরিচর্যার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

গতকাল শনিবার (৩ আগস্ট) মানবাধিকার কমিশন এর এক প্রতিনিধি দল এর সরেজমিন চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, বর্হিবিভাগ, জরুরি বিভাগ, পরীক্ষা-নিরীক্ষায় সময়ক্ষেপণ, হয়রানি, দুর্ভোগ ধরা পড়ে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের এই সংকটময় মুহূর্তে ২৪ ঘন্টাব্যাপী ওয়ান ষ্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের বিষয়ে সার্বিক উদ্যোগ গ্রহণ করতে মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনকে লিখিতভাবে অবহিত করা হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্ণর আমিনুল হক বাবু’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আসদুজ্জামান খান, সহ-সভাপতি মফিজুল আলম, দপ্তর সম্পাদক জাহিদ তানছির, আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী কে এন এম রিয়াদ প্রমূখ।