অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ৩ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ শ্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম ৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ঢাকা-মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মিল্টন রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছফা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক। ছাত্রলীগ নেতা নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।