অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৬ জনের মৃত্যু

5
ফাইল ছবি।

জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, সকালে উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

পরে আরও দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এর পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে নেয়া হবে বলে জানান ওসি।

৫ মন্তব্য
  1. Mohi Uddin Mistu বলেছেন

    ইন্নালিল্লাহি…… রাজিউন

  2. Zahurul Haque Salim বলেছেন

    In human.

    A suction machine can do that very easily and efficiently and also cost and time savings.

  3. Shahadat Hossain বলেছেন

    মর্মাহত,,,,

  4. Anwar Foysal বলেছেন

    সেপটি ট্যাংকে এত মৃত্যুর ঘটনার পরও সতর্ক না হলে কি করা!

  5. Ad M A Dulal বলেছেন

    শোকের ঘটনা।