অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘুষের টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আটক

3
.

বাড়ি বরাদ্দের জন্য আবেদনকারীর কাছ থেকে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনকে আটক করেছে দুদক।

আজ রবিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টায় তার নিজ কার্যালয় হতে তাকে আটক করে দুদক।

.

জানা যায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামের একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর অতিক্রান্ত হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (দিনাজপুর)। ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলেও নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ বরাদ্দ প্রদানের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন।

এমতাবস্থায় নাজমুন্নাহার দুদকের শরণাপন্ন হলে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর এর উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি এনোফোর্সমেন্ট টিম গঠিত হয়।

এরপর আবেদনকারীর নিকট হতে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন এর নিজ কার্যালয়ে দুদকের টিম হাতেনাতে আটক করে।

৩ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন
  2. Sk Salim Reza বলেছেন

    এভাবে দুদক অভিযান চালাবে দেশ ঘুষ মুক্ত হবে

  3. Sagor Sagor বলেছেন

    সালার মদনের চেহারা দেখে পোদের উপর একটা লাথি দিতে ইচ্ছা করে