অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে রং দেয়া ১২০ কেজি মাছ জব্দঃ ২ জন আটক

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সামুদ্রিক লইট্টা মাছে ক্ষতিকারক রং দেয়ার সময় সীতাকুণ্ডের শুকলাল হাট থেকে ১২০ কেজি মাছসহ নারায়ন জলদাশ ও মনেমাহন জলদাশ নামের দুইজনকে আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

আজ রবিবার (২৮ জুলাই সকালে একটি আড়ৎতে মাছে রং দেয়ার সময় মাছসহ তাদের আটক করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।

.

উক্ত আড়তে লইট্টা মাছে ক্ষতিকারক লাল রং মিক্স করে মাছকে তাজা বলে বিভিন্ন বাজারে পাঠানো হতো।

খবর পেয়ে মৎস্য কর্মকর্তা শামীম সেখানে গিয়ে তাদেরকে আটক করেন।

জব্দকৃত রং দেওয়া ১২০ কেজি সামুদ্রিক লইট্টা মাছগুলো মাটিতে পুতে ফেলা হয়েছে এবং আটক নারায়ন জলদাশ ও মনেমাহন জলদাশ এর কাছ থেকে মাছে আর কখনও ক্ষতিকারক রং দেবে না মর্মে মুছলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মোহাম্মদ শামীম, সহকারী মো: রুহুল আমিন, মোহাম্মদ আলী, মো: কাজী ছাব্বির আহমদ।