অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে নকল স্বর্ণ ও স্বর্ণ তৈরীর সরঞ্জামসহ ৩ প্রতারক গ্রেফতার

0
.

চট্টগ্রামে নকল স্বর্ণের বার ও নকল স্বর্ণ তৈরীর সরঞ্জামসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা সংস্থা। গতকাল শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া ঢেমুশিয়া এলাকার আমত্যার বাড়ির জয়নাল আবেদিনের ছেলে মো. আমির হোসেন প্রকাশ নুরুল আমিন প্রকাশ নুরু (৪৫), নোয়াখালী জেলার হাতিয়া থানারহাট রিধন মিস্ত্রি বাড়ির আব্দুল মোতালেব প্রকাশ রিধন মিস্ত্রির ছেলে মো. রাশেদ (৩০) এবং একই জেলা ও থানার বুড়িরচর গাইয়া মজুরন বাড়ির আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল গফুর (৩৫)। বর্তমানে তিনজনই চট্টগ্রামের হাটহাজারী ও চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮টি পিতলের তৈরি নকল স্বর্ণবার, ক্যারেট লেখার ২টি ডাইস, ২টি পপলার পিতল পলিশ, ১টি হাতুড়ি, ১টি ডিজিটাল স্কেল, ৫টি সিরিজ পেপার, ২টি হিসাবের ডায়েরী ও চুক্তিনামার কয়েকটি ফটোকপি পেপার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় একটি প্রতারক চক্র নকল স্বর্ণ তৈরির কারখানা বানিয়েছে এমন সংবাদে শুক্রবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পিতল দিয়ে তৈরি নকল স্বর্ণের ১৮টি বার ও এসব স্বর্ণ তৈরির মেশিন ও সরঞ্জামসহ তিন প্রতারককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনজনের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।