অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

0
.

সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর ধানমন্ডির আইডিয়াল স্কুল এন্ড কলেজের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় আরও এক শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবিরি দল।

আজ শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- আকাশ, মেহেদি ও রাজন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা-৪ জোনের কমান্ডার আনোয়ারুল হক নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাংকটাউন ব্রিজ এলাকার ধলেশ্বরী নদীতে নিখাঁজ ওই তিনজন রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সহপাঠী মোকাদ্দেম বলেন, কলেজে যেতে দেরি হওয়ায় ক্লাসে ঢুকতে পারেননি তারা। পরে ব্যাংকটাউন এলাকার আকাশ নামের এক সহপাঠীর সঙ্গে ঘুরতে যান তারা ১২ জন। গোসল করতে নামলে স্রোতের টানে তিনজন তলিয়ে যান।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসেন। পরে তারা ব্যাংকটাউন ব্রিজের পাশে ১২টার দিকে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এসময় আরও এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।