অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, বিক্রি হচ্ছে পানির দামে

8
.

ইলিশ এর ডিম ছাড়ার সময়ে মাছ ধরা নিষিদ্ধ করায় বিগত কয়েক বছর ধরে ব্যাপক পরিমাণ ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। বিগত ৬৫ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ইলিশ ধরা।

এ কারণে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর ইলিশ। ফলে দাম কমেছে ইলিশের। কম দামে ইলিশ বিক্রি করলেও খুশি জেলেরা। কারণ দীর্ঘদিন পর তাদের জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে পটুয়াখালী শহরের নিউ মার্কেট ও নতুন বাজার ঘুরে দেখা যায়, ৪০০ থেকে ৫০০ গ্রামের প্রতি কেজি সাগরের ইলিশ ৩৫০ থেকে ৪০০ টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রামের প্রতি কেজি নদীর ইলিশ ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

মহিপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু গাজী বলেন, বর্তমানে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। তাই দাম কম। ৪০০-৫০০ গ্রামের ইলিশ প্রতি মণ ১৪ হাজার থেকে-১৪ হাজার ৫০০ টাকা, ৫৫০-৬০০ গ্রামের প্রতি মণ ইলিশ ১৯ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশের মণ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

৮ মন্তব্য
  1. Sowkat Razu বলেছেন

    আজকেও চট্টগ্রামে ৭০০/৮০০ গ্রাম উজনের মাছের কেজি ৯০০ টাকা। পানির দর তো।

  2. Tonmoy Chy বলেছেন

    বেশি না ১০০০/- টাকা কেজি।

  3. Md Johan বলেছেন

    আজকে চট্রগ্রাম সীতাকুন্ডেতে ৮০০, ৯০০ গ্রামহবে এক একটা মাছ ১৩০০টাকা দাম কিসের পানির দর সব মিথ্যা কথা এইগুলো

  4. Manna Mazumder বলেছেন

    আসল জেলেরা তো এই দাম পাচ্ছেনা,আড়তদারেরা সস্হায় কিনে মুনাফা করেই বিক্রি করছে করবে,আমাদের মতো সাধারণ ক্রেতাদের খুশি হয়ে তেমন লাভ হবে বলে অন্ততঃ আমার মনেহয়না,মনে হয়না,

  5. MD Nurul Absar বলেছেন

    কই একনো ইলিশ মাছের দাম অনেক বেশি মানুষ ইলিশ মাছ খাওয়া নাগালের বাইরে

  6. Zia Bablu বলেছেন

    Kothai panir daam

  7. Syed Taslim Newaz বলেছেন

    সব মিথ্যে। আজ ও দেখলাম ১১০০/১৪০০টাকা।
    ভুয়া নিউজ।

  8. Md Sohed বলেছেন

    আৱ কতো খাবি আওঃলীগেৱ দালালি কোৱে