অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাপাতে নেতৃত্বের প্রশ্নে কোনো দ্বন্দ্ব নেই-জিএম কাদের

0
.

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার দাবি করেছেন যে তাদের দলে নেতৃত্বের প্রশ্নে কোনো দ্বন্দ্ব নেই।

রাজধানীর বনানীর কার্যালয়ে সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন।

তবে, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদের প্যাডে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের মনোনয়ন যথাযথভাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হয়নি।

এ বিষয়ে জিএম কাদের বলেন, ‘বিবৃতিটি হাতে লেখা ও কাঁচা। এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়। হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন। সেই ভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।’

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দল ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে দলে কোনো দ্বন্দ্ব নেই।’

তিনি আরও বলেন, পার্টির প্রয়াত চেয়ারম্যান ও তার ভাই এইচএম এরশাদের নির্দেশনায় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং এখন চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

কাদের দাবি করেন, জাতীয় পার্টির নেতারা গঠনতন্ত্র অনুসরণ করেই তাকে চেয়ারম্যান ঘোষণা করেছেন। তবে সেই সাথে তিনি বলেন, কোনো সমস্যা থাকলে তারা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবেন।

গত ১৮ জুলাই জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আনুষ্ঠানিকভাবে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন।

ওই দিন এক সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেন, মারা যাওয়ার আগে এরশাদ এক সাংগঠনিক নির্দেশনার মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে তার অবর্তমানে দলের চেয়ারম্যান হবেন জিএম কাদের।

এদিকে, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদের নামে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের মারফত জানতে পেরেছি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে, যা আদৌ কোনো যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়নি।’

‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বপালনকালে জাতীয় পার্টির গঠনতন্ত্র ধারা ২০ (২) এর খ-এ দেয়া ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। যথা: মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যানের অবর্তমানে ধারা ২০ (২) এর ক-কে উপেক্ষা করা যাবে না,’ যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, ‘আশা করি, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদসহ দলের ১০ নেতার নামও উল্লেখ করা হয়, যারা দলের চেয়ারম্যানের পদ বিষয়ে এ বক্তব্যের সাথে একমত পোষণ করেন।

বাকি নয় নেতা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, ফখরুল ইমাম, সেলিম ওসমান, নাসরিন জাহান রত্না, অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ ও দেলোয়ার হোসেন এবং দলের সংসদ সদস্য রওশন আরা মান্নান ও লিয়াকত হোসেন খোকা।

সংবাদ বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাইয়ে রওশন এরশাদকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাসুদা চৌধুরী বলেন, সংবাদ বিজ্ঞপ্তিটির বিষয়ে তার কোনো ধারণা নেই। ‘আমাকে না জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আমার নাম ব্যবহার করা হয়েছে।’

তবে, ফখরুল ইমাম দাবি করেন যে রওশন সংবাদ বিজ্ঞপ্তিটি ইস্যু করেছেন।