অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এবার সিভিল সার্জন মারা গেছেন ডেঙ্গু জ্বরে

4
.

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (২১ জুলাই) দিবাগত রাত ২টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

এর আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। রবিবার সকালে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেন। এক পর্যায়ে অসুস্থবোধ করলে তিনি সেখান থেকে চলে যান।

এরপর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকার ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৪ মন্তব্য
  1. Kaisar Rahaman বলেছেন

    So sad

  2. Thai Aong বলেছেন

    সাধারণ মানুষের কত কষ্ট তা এ বারের সহজে বুঝবে।

  3. Khandakar Mansur বলেছেন

    Very sad

  4. Rejaul Islam বলেছেন

    মানুষ মারা সহজ কিন্তু মশা মারা কঠিন।