অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ পটিয়ায় রাবার ড্যাম প্রকল্প ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও রাবার ড্যাম প্রকল্প পরিদর্শনে আজ সোমবার পটিয়া আসছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

এছাড়া পানি সম্পদ প্রতিমন্ত্রী  শিকলবাহা খালের তীরে নবনির্মিত মালিয়ারা-বাকখাইন-ভাণ্ডারগাঁও বেড়িবাঁধ উদ্বোধন করবেন। এর পর পটিয়ার হাইদগাঁও শ্রীমাই খালের উপর রাবার ড্যাম স্থাপন প্রকল্পের স্থান পরিদর্শন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী পটিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে আরোও কয়েকটি প্রকল্পের স্থান পরিদর্শন করবেন।

এর আগে গতকাল রবিবার বিকালে তিনি চট্টগ্রামে আসেন।  বিকালে বিমান বন্দরে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুককে ফুল দিয়ে সংবর্ধিত করে অভ্যর্থন্য জানিয়ে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। এসময় তার সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন, যুগ্ন সচিব মন্টু কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, স্বপন কুমার বড়ুয়া, জুলফিকার তারেক, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী প্রমুখ।