অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুতুবদিয়ায় যাত্রীবাহি লঞ্চ ডুবি, নিখোঁজ ১

2
launch-380x227
লঞ্চ ডুবির ফাইল ছবি।

কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় একটি যাত্রীবাহি লঞ্চ ডুবে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর ধুলন আকবর বলি’র হাট ঘাটে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াই এ খবর নিশ্চিত  করেছেন।

তিনি জানান, লঞ্চটিতে অন্তত ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তবে কি করণে এটি ডুবে গেছে তা জানা যায়নি। এখন উদ্ধার কাজ চলছে।

ওসি  জানান, চট্টগ্রাম থেকে যাত্রী এবং মালামাল নিয়ে একটি ট্রলার কুতুবদিয়ায় আসে। উত্তর ধুরুংয়ের একটি ঘাটে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আকবর বলি ঘাটে যাওয়ার সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়দের সহায়তায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের দেওয়া তথ্যমতে ট্রলারে আর কোন যাত্রী নেই। তবে সাকিব (১৩) নামে এক কিশোর নিঁখোজ রয়েছে বলে তার স্বজনরা দাবী করেছেন।

কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ সুচিং অং জানান, স্থানীয়দের সহায়তায় ৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখন ট্রলারটির উদ্ধার কাজ চলছে। স্থানীয়রা জানান, ট্রলারটির মালিক উত্তর ধুরুং এলাকার আবুল কালাম কালু।

২ মন্তব্য
  1. Ismot Morjida Eti বলেছেন

    Tshole to dosto lead news bolo na.

  2. Abdullah Al Mamun বলেছেন

    এ লঞ্চে আমরা ছিলাম! আল্লাহর রহমতে এখন আমরা সুস্থ আছি।
    কুতুবদিয়া থেকে এখন বিকল্প পথে মগনামা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি।
    আমাদের জন্য দোয়া করবেন।