অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে শিশু নিয়ে পালানোর সময় রোহিঙ্গা নারী আটক

7
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে এক শিশুকে নিয়ে পালানোর সময় রেহেনা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।

আজ শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ফৌজদারহাট সলিমপুরের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

.

জানা যায়, আরফাতুল ইসলাম সিফাত (৫) নামের শিশুটি ঘরের বাহিরে খেলা করার সময় এক মহিলা সিফাতকে কোলে তুলে নিয়ে মুখে চেতনা নাশক ঔষধ লাগিয়ে অজ্ঞান করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দোকানদার বিষয়টি দেখে ফেলে।  এসময় মহিলাটি শিশুটিকে ফেলে দৌড় দেয়।

লোকজন তাকে পিছু ধাওয়া করে আটক করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

শিশু সিফাত নোয়াখালীর সুবর্ণচর থানার জাহাজমারা গ্রামের সজল ইসলাম ও পারুল আক্তারের পুত্র। তারা দীর্ঘদিন সলিমপুরের বাংলাবাজারের পুরাতন দাইয়া বাড়ির আলমগীরের ভাড়া বাসায় বাস করছেন।

আটককৃত রেহানার স্বামীর নাম হারুন, পিতার নাম ইউনুচ মিয়া, সাং আলীপুর বলে জানায়, সে বিস্তারিত ঠিকানা বলেনি। পুলিশের ধারণা সে রোহিঙ্গা নারী।

এব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার বলেন, একটি শিশু নিয়ে পালানোর সময় মহিলাটিকে স্থানীয় এলাকাবাসী আটক করে। মহিলাটি তার পুরো ঠিকানা বলছে না। আমরা শিশুটিকে পরিবারের কাছে দিয়েছি এবং মহিলাটিকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তানন্তর করেছি।

৭ মন্তব্য
  1. Mafruha Jannat Rumi বলেছেন

    J hat di bacha churi Kory sa hat Katy fala uchit

  2. Md Alamgir Habib বলেছেন

    ছোট সময় শুনতাম উপকার করলে বাঘে খায় এখন দেখি সত্যি।

  3. Rony Hossain বলেছেন

    Ccc

  4. হিমেল রহমান বলেছেন

    Game starts

  5. Khandaker Mehedi বলেছেন

    ধরা পরলে নগদে গনধোলাই,
    তারপর পুলিশ আইনি ব্যবস্থা নিবে।

  6. Firoz Ahamed বলেছেন

    যদিও মানুষ মারা বড় অপরাধ তারপরও এই ধরনের অপরাধীদের সাথে সাথে সাপ পিটিয়ে মারার মত মেরে ফেলতে হবে কারন নেত্রকোনার মত কোন মায়ের কোল যেন খালি না হয়!!!!

  7. Shahriar Rafid বলেছেন

    Mere falan