অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সন্দ্বীপ থেকে সীতাকুণ্ড জোয়ারে ভেসে এল মহিষের ৯টি বাচ্চা

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের ভাটিয়ারীর সাগর উপকূলে জোয়ারে ৯টি মহিষের বাচ্চা ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে মহিষগুলোকে সাগরকে ভাসতে দেখে জেলেরা তীরে নিয়ে আসে।

জানা যায়, সাগরের ঢেউয়ে মহিষের বাচ্চাগুলো ভেসে আসার পর স্থানীয় জেলেরা মহিষগুলো উদ্ধার করে। রাতে ভাটিয়ারী এলাকার জেলেরা সাগরে ৯টি মহিষ ভাসতে দেখে সেগুলোকে বোটে তুলে নেয়। ধারণা করা হচ্ছে নিম্মচাপের প্রভাবে সামুদ্রিক জোয়ারের পানিতে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব মহিষ জোয়ারের সঙ্গে ভেসে বঙ্গোপসাগরের সীতাকুণ্ডের উপকূলে ভাটিয়ারী এলাকায় চলে আসে। ৯টি মহিষ জেলেরা স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিনের জিন্মায় দেয়।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই কাইয়ুম উক্ত এলাকায় গিয়ে মহিষগুলো শনাক্তা করেন।

এব্যাপারে ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, সাগর থেকে মহিষগুলো উদ্ধার করে জেলেরা আমার জিন্মায় দিয়েছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। ধারণা করা হচ্ছে সন্দ্বীপের কোন জায়গা থেকে মহিষের বাচ্চাগুলো জোয়ারের পানিতে ভেসে এসেছে। উপযুক্ত প্রমান সাপেক্ষে মহিষের মালিক আসলে ফেতৎ দেওয়া হবে।