অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে প্রসাদ খাইয়ে স্কুলে মন্ত্র পাঠের ঘটনা ‘অন্যায়’: হাইকোর্ট

35
.

ইসকন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) চট্টগ্রামের বিভিন্ন স্কুলে প্রসাদ খাইয়ে শিক্ষার্থীদের ‘হরে কৃষ্ণ হরে রাম’ মন্ত্র পাঠ করিয়ে থাকে। এ ঘটনাকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নজরে আনা হলে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। এসময় তিনি দৈনিক ইনকিলাবে প্রকাশিত ওই প্রতিবেদন আদালতে পড়ে শোনান এবং বলেন, এক ধর্মের রীতি-নীতি অন্য ধর্মের মানুষের ওপরে চাপিয়ে দেওয়া আমাদের সংবিধান সমর্থন করে না।

তখন হাইকোর্ট বলেন, ‘একটি এনজিও কোনও স্কুলে খাবার বিতরণ করতে পারে। কিন্তু জোর করে বা প্রলোভন দেখিয়ে যদি প্রসাদ খাইয়ে মন্ত্র পাঠ করিয়ে থাকে, তবে সেটা অন্যায়।’

হাইকোর্ট আরও বলেন, ‘আমরা কোনও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এর আগেও শবে বরাত নিয়ে আমরা হস্তক্ষেপ করিনি। আপনারা (আইনজীবীরা) যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিন। স্কুলের ম্যানেজিং কমিটি আছে, স্থানীয় প্রশাসন আছে, তাদেরকে বলুন।’

এ পর্যায়ে আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘আদালত আমাদের শেষ আশ্রয়স্থল। আমরা আগে যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। সেখানে প্রতিকার না পেলে আবারও আপনাদের (আদালত) কাছে আসতে হবে।’

প্রসঙ্গত, দৈনিক ইনকিলাব পত্রিকায় বৃহস্পতিবার (১৮ জুলাই) ‘প্রসাদ খাইয়ে স্কুলে শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘স্কুলে স্কুলে শিক্ষার্থীদের প্রসাদ খাওয়ালো আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন। হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী ‘ফুড ফর লাইফ’ কর্মসূচির আড়ালে গত ১১ জুলাই থেকে চট্টগ্রাম নগরীর প্রায় ৩০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ইসকন কর্মীদের শেখানো মতে, কোমলমতি শিক্ষার্থীরা ‘হরে কৃষ্ণ হরে রাম’ মন্ত্র পাঠ করে এ প্রসাদ গ্রহণ করে। শ্লোক-মন্ত্র পাঠের মাধ্যমে মুসলিমসহ বিভিন্ন ধর্মের কোমলমতি শিক্ষার্থীদের প্রসাদ গ্রহণে উৎসাহিত করায় অনেক শিক্ষার্থী তা গ্রহণে অস্বীকৃত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নজিরবিহীন কর্মসূচিতে বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।’

৩৫ মন্তব্য
  1. Zaker Chowdhury বলেছেন

    নির্দিষ্ট করে বলেন,চট্টগ্রামের কোন স্কুলে বর্নিত ঘটনাটি ঘটেছে।আমার জানামতে চট্টগ্রামে ইসকন নামে কোন এন,জিও সংস্থা নেই।আপনার জানা থাকলে বিস্তারিত জানান।

    1. Naiym Khan Rahman বলেছেন

      আবাল

    2. Anwar Foysal বলেছেন

      Zaker Chowdhury আপনি কি মঙ্গল গ্রহে থাকেন…

    3. Monsur Ahmed Azad বলেছেন

      Anwar Foysal ngo নয়।হিন্দু ধর্মের একটি শাখা।যেমন মুসলমানদের মাঝে আহলে হাদিস আছে।

    4. Zaker Chowdhury বলেছেন

      Anwar Foysal আগে থাকতাম,ওখানে কিছু গন্ডমূর্খের যন্ত্রণায় আবার পৃথিবীতে এলাম।আপনি তো পৃথিবীর মানুষ আমাকে বলেন,আপনি কতটুকু জানেন তারপর আমি বলব।না জানলে বিরুপ মন্তব্য থেকে বিরত থাকুন।তর্কের একটা নিয়ম আছে,নিয়ম জেনে অন্যের সাথে তর্ক করুন।তর্কের পূর্বে ব্যক্তিকে চেনা দরকার,না জেনে কারো সাথে তর্কে জড়িয়ে পড়া ঠিক নয়।

    5. Nazmul Islam Sumon বলেছেন

      মফিজ

  2. Sahed Alam বলেছেন

    এই অন্যায় কারী কে আইনের আওতায় আনা হোক…

  3. Shahed Akboer বলেছেন

    ওদের গ্রেফতার করা উচিত অথচ কোন মুসলমানের প্রতিবাদ নাই

    1. Md Sirazul Islam বলেছেন

      Shahed Akboer make sure first আমাদের দেশে কোনো মুসলমান আছে কিনা

  4. Nazmul Islam Sumon বলেছেন

    এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা উচিৎ।

  5. Gius Uddin Jashim বলেছেন

    কোন দেশে বাসকরি। এত সাহস হিন্দু দের

  6. Md Ali বলেছেন

    হাইরে আলেম সমাজ কি জবাব দিবেন মহান রাব্বুল আলামিন দরবারে বিবেক হীন জনগনের মতো আপনার ও গুমাছেন মহান রাব্বুল আলামীন কে বয় কর এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আসুন আমরা মুসলিম আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

  7. Saiful Islam বলেছেন

    শুধু অন্যায় বললে হবেনা, গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

  8. Kamal Nazmul বলেছেন

    Must be punished them . Arrest all of them who are involved with this situation . We are strongly protest against that iscon .

  9. Mohammed Lokman Hakim বলেছেন

    ওদের কার্যকলাপ বন্ধ করে দেয়া হোক।

  10. Mohammad Munshi Alauddin বলেছেন

    ওই জানোয়ারদের শাস্তি দেওয়া হোক

  11. S Alam Ctg বলেছেন

    এটা ভারত না । বাংলাদেশ । টিক হয়ে যান।

  12. S.m. Shamsul Islam বলেছেন

    এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা উচিৎ।

  13. রফিকুল আলম বলেছেন

    সেসব প্রতিস্টানে এসব হয়েছে সেখানের প্রধান শিক্ষকদের জবাবদিহিতা চাই

  14. Riyashad Nur বলেছেন

    সংস্থা টি বন্ধ করে দেওয়া উচিত।এবং তাদের কঠোর শাস্তি দাবি করছি।

  15. Moner Khan বলেছেন

    হাসিনার দেশ এটা

  16. Md Julfikar বলেছেন

    আগে মাইর পরে মলম,,,,

  17. MD Alamin বলেছেন

    যেদিন ভারতের ন্যায় তারা বাংলাদেশের মুসলমানদের কে এক এক করে মারবে সেদিন আর প্রতিবাদের সময় পাবে না মুসলমানরা। শুরুতেই এদের কে প্রতিহত করা উচিৎ।

  18. Mohammad Salim বলেছেন

    আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি

  19. MD Alamin বলেছেন

    এদেশ থেকে ইসকন ও এদের সংস্থার কার্যক্রম বন্ধ করতে হবে। এদেশ থেকে মুসলিমদেরকে প্রতিহত করার জন্য তাদের নতুন একটি চাইল।

  20. Md Jabed Safayet বলেছেন

    আলেম সমাজ খালি নিজে নিজেদের মধ্যে ফতোয়া নিয়ে বাড়াবাড়ি, মারামারি করতে পারে।অথচ মুসলমানদের সাথে যখন অন্যায় হয় তখন তারা কোথায় থাকে?

  21. Habiba Misty বলেছেন

    Amra Nijaka Muslim boladabikori tobakono protibadnikano chupkanoamra

  22. Muhammad Sultan বলেছেন

    গ্রেফতার কখন করবে????

  23. Sajjad Chowdhury বলেছেন

    চট্টগ্রাম ইসকনের মন্দির হচ্ছে প্রবর্তক মোড়ের পাহাড়ের উপর।

    1. Zaker Chowdhury বলেছেন

      Sajjad Chowdhury নিউজটা পড় আগে।ইসকন একটা এন,জিও সংস্থার নাম।প্রবর্তকের পাহাড়ের উপর মন্দির আছে,নামটি মনে করতে পাচ্ছিনা।

  24. Md Mazahar বলেছেন

    তাদার কে বাংলাদেশ থেকে বের করে দিয়া হক

  25. Md Elias বলেছেন

    ধরে গণপিটুনি দেয়া দরকার

  26. Shahed Akboer বলেছেন

    ইসকন মৌলবাদী সংগঠন যোগীর জয় শ্রী রাম এর মত শ্লোগান দিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় ওদের কর্মকান্ড নজনদারী করতে হবে।