অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধের নির্দেশ ও ২০ লাখ টাকা জরিমানা

0
.

তরল বর্জ্য ফেলে চট্টগ্রামের হালদা নদী দূষণের অভিযোগে হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ এবং কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে নগরীর খুলশীস্থ কার্যালয়ে বিষয়ে শুনানীকালে এ নির্দেশনা দেয়া হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন না করে ও বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে ইটিপিবিহীন বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে স্লজ অপসারণ মরাছড়া খালের মাধ্যমে হালদা নদী দুষণ করায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ও ইটিপি সম্পন্ন না করা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে।

এ আদেশ পালনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত হবে মর্মে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য এর আগে গত ৮ জুলাই পরিবেশ অধিদপ্তরের একটি টিম এলাকায় সরেজমিন পরিদর্শন করে পরিবেশ দূষণের প্রমাণ পায়। এবং ওই দিন তাদের নোটিশের মাধ্যমে আজ ১৭ জুলাই পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।