অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মনের মতো রং

0
.

.

কোথাও যেতে হবে তৈরি হওয়ার কোনো সময় নেই হাতে, কিন্তু দেখতে কেমন মলিন লাগছে। ঝটপট লুক চেঞ্জ করে দিতে একটি প্রসাধনীই যথেষ্ট। ব্যাগে একটি লিপিস্টিক আছে? আর চিন্তা নেই। শুধু ঠোঁট রাঙিয়ে নিন।

লুক চেঞ্জ করার এর চেয়ে সহজ উপায় আর কিছুই নেই। পারফেক্ট লিপস্টিক কীভাবে লাগাবেন? লিপ ব্রাশ দিয়ে লিপস্টিক লাগাতে পারেন। ঠোঁটের শেপ ভালো বোঝা যাবে। সেন্টার থেকে আউটওয়ার্ড স্ট্রোকে লিপ ব্রাশ লাগান। অতিরিক্ত লিপস্টিক টিস্যুপেপার দিয়ে মুছে নিন।

রাতের অনুষ্ঠানের জন্য গাঢ় রং ব্যবহার করুন। তবে খুব ডার্ক কালার যেমন ডার্ক মেরুন ব্যবহার করবেন না। আর দিনে ব্যবহারের জন্য বেছে নিন হালকা রঙের লিপিস্টিক বা লিপগ্লস।