
রাজধানীর কলাবাগান থানায় হাজির হয়ে সোমবার দুপুরে অভিনেতা-পরিচালক ফখরুল হাসান বৈরাগী জানান, পারিবারিক কলহের বাড়ি ছেড়েছিলেন। তিনি আরো জানান, এই কয়েকদিন এক আত্মীয়ের বাসায় ছিলেন।
এদিকে বৈরাগীর স্ত্রী রাজিয়া জামান বলেন, ‘আমি এই মাত্র খবর পেলাম তার খোঁজ মিলেছে। থানার উদ্দেশ্যে যাচ্ছি তার সঙ্গে দেখা করতে।’
‘শুনছি তার অন্য পরিবার আছে। ৩০ বছর ধরে একসঙ্গে আছি। জানা ছিল না এমন কিছুই।’ এ কথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘কলাবাগান থানায় উপস্থিত হওয়ার পর সেখান থেকে ফখরুল হাসান বৈরাগী ডিএমপিতে আসেন। তিনি আমাকে জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়েছিলেন।’
এর আগে শনিবার রাজিয়া হাসান জানান, ৭ আগস্ট থেকে বৈরাগীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
বৈরাগীর ছেলে সামন্ত হাসান ইসা শুক্রবার ফেসবুক পোস্টে জানান, ৭ আগস্ট তাকে কলেজে নামিয়ে দিয়ে বাবা আর বাসায় ফেরেননি। তার খোঁজ পেতে সবার সহযোগিতা চান ইসা।